ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন ১০৩ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ৭ এপ্রিল ২০২২ | আপডেট: ১০:০৬, ৭ এপ্রিল ২০২২

হাঠাৎ করেই পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৮৪ জন। তাদের মধ্যে সদস্যপদ ফিরে পেলেন ১০৩ জন।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর এর মধ্য দিয়ে এই ১০৩ জন সদস্য আবারও ভোটাধিকারসহ শিল্পী সমিতির অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হলেন।

এ বিষয়ে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন জানান, “১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজখবর এখনও পাওয়া যায়নি।”

যদিও পদ হারানোদের পদ ফিরিয়ে দেয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই গত বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত করা হলো।

আর এই পদ ফিরে পাওয়ায় কাঞ্চন-নিপুণ ও তাদের নেতৃত্বের কমিটিকে ধন্যবাদ জানাচ্ছেন শিল্পীরা। 

পদ ফিরে পাওয়াদের মধ্যে অন্যতম একজন শাবনূর রতন বলেন, “নিপুণ আপাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। কাঞ্চন ভাই, রিয়াজ ভাই, সাইমনসহ সবাই আমাদের সদস্যপদ ফিরিয়ে আনার জন্য কষ্ট করেছেন। আজ সবাই সদস্যপদ ফিরে পেয়ে আনন্দে কাঁদছে।”
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি