শিশুদের উপর করোনা টিকার পরীক্ষা চালাবে অক্সফোর্ড
প্রকাশিত : ২২:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২২:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০২১
অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিড-১৯ টিকা শিশুদের উপর কতটা কার্যকরী তার পরীক্ষা শুরু করতে যাচ্ছে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়টি। ছয় থেকে ১৭ বছরের শিশুদের উপর এই পরীক্ষা চালানো হবে৷ শিশুদের উপর করোনার কোনো টিকার প্রভাব খতিয়ে দেখতে এটিই প্রথম পরীক্ষার উদ্যোগ৷ শনিবার দ্য ইউনিভার্সিটি অব অক্সফোর্ড তাদের পরিকল্পনাটির কথা ঘোষণা করে৷
গবেষকরা জানিয়েছেন, অল্প বয়সিদের জন্য টিকাটি কতটা নিরাপদ ও রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া কেমন হয়, সেটি তারা দেখতে চান। ছয় থেকে ১৭ বছরের মোট ৩০০ শিশুর দেহে এই পরীক্ষা চালানো হবে। এর মধ্যে ২৪০ জনকে কোভিড-১৯ টিকা দেয়া হবে। বাকিদের মেনিনজাইটিসের নিয়ন্ত্রিত একটি টিকা দেয়া হবে। এই পরীক্ষা চলতি মাসেই শুরু হবে বলে বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এর মাধ্যমে সামনের দিনে শিশুরাও করোনা টিকার সুফল পেতে পারে বলে মনে করছেন অক্সফোর্ডে টিকা ট্রায়ালের প্রধান গবেষক এন্ড্রু পোলার্ড। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শিশুদেরও মৃত্যু কিংবা গুরুতর অসুস্থ হওয়ার শঙ্কা থাকলেও এমন ঘটনা বিরল বলে উল্লেখ করেছে ব্রিটিশ রয়্যাল কলজ অব পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথ।
এখন পর্যন্ত ৫০টিরও বেশি দেশ অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বতর্মানে টিকাটি প্রয়োগ চলছে। যদিও তা শুধু ১৮ বছরের বেশি বয়সিরাই নিতে পারছেন। সূত্র: ডয়েচে ভেলে
এসি