ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

শিশুদের হৃদয়েও মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ২৬ ডিসেম্বর ২০১৮

নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আছেন শিশু-কিশোরদের হৃদয়েও। প্রিয় খেলোয়াড়, প্রিয় ব্যক্তিত্বের প্রতি হৃদয়ের সেই ভালোবাসার বহিঃপ্রকাশও ঘটছে প্রকাশ্যেই।

মাশরাফি যে এলাকায় যাচ্ছেন, সেখানকার শিশু-কিশোররাও তার জন্য অপেক্ষায় থাকছে। এ সব শিশুদের কারও হাতে পোস্টার, কারও বুকে ঝোলানো পোস্টার, কেউ মুখরিত করছে ‘মাশরাফি ভাইকে ভোট দিন’-স্লোগানে। এভাবেই চলছে নড়াইল জুড়ে মাশরাফি বন্দনা, তার প্রচার-প্রচারণা।

লোহাগড়া অঞ্চলে প্রচারণার দ্বিতীয়দিনে গতকাল মঙ্গলবার দুপুরে আমাদা আদর্শ কলেজের প্রবেশদ্বারে মাশরাফির জন্য শিশু-কিশোরদের এমন ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা গেছে। 

এদিকে পথে-প্রান্তরে মাশরাফির জন্য অপেক্ষায় ছিলেন ভোটার ও ভক্তরা। বাড়ির সামনে নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ দাঁড়িয়ে মাশরাফিকে অভিবাদন জানান। মঙ্গলবার মাশরাফি লোহাগড়া উপজেলার ঝিকড়া, আমাদা, বয়রা, সারোল, কুমড়ি, লুটিয়া, মাইগ্রাম, বড়দিয়া, দিঘলিয়া, কোটাকোল, পাঁচুড়িয়া, ঘাঘা, পারমল্লিকপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এর আগে গত সোমবার শ্বশুরবাড়ি লোহাগড়া উপজেলার দেবী গ্রামসহ মিঠাপুর বাজার, ঝামারঘোপ, মাকড়াইল, লাহুড়িয়া, ছত্রহাজারি, মানিকগঞ্জ বাজার, চাঁচই, সিডি স্কুল মাঠ, কালনা বাজার ও লংকারচরে রাত অবধি গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে মাশরাফি বিন মর্তুজা বলেন, আপনারা সবাই নৌকায় ভোট দিবেন। সুন্দর ও সমৃদ্ধশালী নড়াইল গড়ে তোলার চেষ্টা করব। পথসভা এবং গণসংযোগে মাশরাফির সঙ্গে ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তাসহ পরিবারের সদস্য ও ভক্তরা।

আজ বুধবার সকাল থেকে মাশরাফি গণসংযোগ করবেন নড়াইল সদরের কমলাপুর, নাকসী, রতডাঙ্গা, চালিতাতলা, ভুমুরদিয়া, দত্তপাড়া, রঘুনাথপুর, বল্লারটোপ, দারিয়াপুরসহ বিভিন্ন এলাকায়।

একে//    


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি