শিশু আফিফার মৃত্যুর ঘটনায় মামলা
প্রকাশিত : ১০:৪৪, ৩১ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:৫৩, ৩১ আগস্ট ২০১৮
কুষ্টিয়া শহরে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়া শিশু আকিফার মৃত্যুর ঘটনায় গাড়ির চালক এবং দুই সহযোগীকে আসামি করে মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে শিশু আকিফার বাবা কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।
এবিষয় জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ওসি নাসিরউদ্দিন গণমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনা আইনে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। খুব শিগগিরই আসামিদের ধরা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য,গত মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় আফিফাকে কোলে নিয়ে তার মা রিনা রাস্তা পার হচ্ছিলেন। তখন বাসের ধাক্কায় শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে। ওই বাসটি সকাল ১১টা ৪৪ মিনিটে চৌড়হাস মোড়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এ সময়ে রিনা তার সন্তানকে কোলে নিয়ে ওই বাসের সামনে দিয়ে সাবধানে রাস্তা পার হচ্ছিলেন।
হঠাৎ কোনো হর্ন দেওয়া ছাড়াই চালক বাসটি চালিয়ে দিয়ে শিশুকোলে থাকা রিনাকে ধাক্কা দেয়। এতে মা ও শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে। চালক বাসটি নিয়ে পালিয়ে যায়।পরে গতকাল বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টিআর/
আরও পড়ুন