ঢাকা, মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫

শিশু আয়ানের মৃত্যু: ক্ষতিপূরণ প্রশ্নে রুলের শুনানি ৫ মার্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২৯ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৬:০০, ২৯ জানুয়ারি ২০২৫

রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার অস্ত্রোপচারের পর শিশু আয়ান আহমেদের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রশ্নে জারি করা রুলের শুনানি হবে আগামী ৫ মার্চ। 

বুধবার (২৯ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহাবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এর আগে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুতে সাঁতারকুল ইউনাইটেড মেডিকেলের দুই চিকিৎসকের দায় পেয়েছে তদন্ত কমিটি।

পরে দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে কমিটি। এছাড়া আয়ানের বাবা-মাকে ক্ষতিপূরণ দেয়ারও সুপারিশ করে তারা।

অনুমোদনহীন সকল হাসপাতাল, ক্লিনিক বন্ধ করতে সুপারিশ করে তদন্ত কমিটি।

আংশিক শুনানি শেষে আয়ানের বাবা শামীম আহমেদ সন্তানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সুন্নতে খৎনা করানোর জন্য আয়ানকে সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। খৎনা শেষ হওয়ার পর আয়ানের জ্ঞান না ফেরায় তাকে সেখান থেকে পাঠানো হয় গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে।

সেখানে পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয় আয়ানকে। এর সাতদিন পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি