ঢাকা, মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ১৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসলামিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মো. আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিত শিশুটিকে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। মামলা নং ১৮, ১৮-০৩-২০২৫ইং।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাবজেল হোসেন জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে কপিলমুনি এলাকায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসলামি ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক আবুল কাসেমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নির্যাতিত শিশুটির অভিভাবক বাদী হয়ে মামলা করেছেন। শিশুটির মেডিকেল টেষ্ট করতে খুমেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। 

আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি