শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক গ্রেপ্তার
প্রকাশিত : ১৫:৫০, ১৮ মার্চ ২০২৫

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসলামিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মো. আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিত শিশুটিকে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। মামলা নং ১৮, ১৮-০৩-২০২৫ইং।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাবজেল হোসেন জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে কপিলমুনি এলাকায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসলামি ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক আবুল কাসেমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নির্যাতিত শিশুটির অভিভাবক বাদী হয়ে মামলা করেছেন। শিশুটির মেডিকেল টেষ্ট করতে খুমেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
এএইচ
আরও পড়ুন