ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শীতার্তদের মাঝে আমান গ্রুপের কম্বল বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ২৩ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:৩৫, ২৩ জানুয়ারি ২০২৩

হাতে হাত রেখে কাজ করি-উষ্ণতার বন্ধনে দেশ গড়ি’ এ শ্লোগানে প্রতিবছরের ন্যায় এবারেও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে আমান গ্রুপ। 

আজ ২৩ জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শীতার্তদের মাঝে আমান গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। আগের দিন রোববার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং গাজীপুরের শ্রীপুরেও কম্বল বিতরণ করা হয়। এসময় সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সোমবার সকালে সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় আমান গ্রুপের প্যাকেজিং ইউনিটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল- ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবু, আমান গ্রুপের জিএম (অপারেশন) মিজানুর রহমান সুমন, ডিজিএম (এডমিন) মো. নাদিরুজ্জামান, এজিএম (অপারেশন) আব্দুর রহমানসহ আমান গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি