ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২৫ ডিসেম্বর ২০২৪

শীতার্ত অসহায় মানুষকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিত্তবান সকল শ্রেণী ও পেশার মানুষকে আহ্বান জানিয়েছেন ঢাবির সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ.বি.এম. ফজলুল করিম।

মঙ্গলবার বিকাল ৪টায় কুসুমবাগ বাড়ির মালিক কল্যাণ সমিতির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ইঞ্জিনিয়ার মামুনুর রশীদের সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান অধ্যাপক এবিএম ফজলুল করিম।

তিনি বলেন, শীতের মৌসুমে উত্তরবঙ্গের জেলাগুলোসহ অন্যান্য জেলায় প্রচণ্ড শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় দরিদ্র, সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষসহ সকল মানুষ শীতে কষ্ট পাচ্ছে। তাই শীতার্ত অসহায় মানুষকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিত্তবান সকল শ্রেণী ও পেশার মানুষকে আহব্বান জানাচ্ছি।

অধ্যাপক এ.বি.এম ফজলুল করিম আরও বলেন, দেশের যে কোন সমস্যায় শিক্ষক ও ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা উচিত। তাই দেশের বিপদে আপদে শিক্ষক ও ছাত্র সমাজের প্রত্যেকে অবদান রাখতে হবে। শীতার্ত অঞ্চলে সরকারের পাশাপাশি সামাজের ধনী ব্যক্তি, শিক্ষক সমাজ ও সর্বস্তরের মানুষকে মানবিক কারণে শীতার্ত অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য
আবারও আহবান জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি