ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শীতের মধ্যে বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ১৭ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে শিগগিরই। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি তিন দিন থাকতে পারে। শুধু উপকূলীয় এলাকা নয়, বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে বৃষ্টির সম্ভাবনা আরও নিশ্চিত হতে পারে আগামী বুধবার। আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টির পর বাড়তে পারে শীত।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টি শুরু হতে পারে। তবে শনিবারে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী রোববারেও কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে বা আকাশ মেঘলা থাকতে পারে। উপকূলের বাইরে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা এখনো কম। বৃষ্টির বিষয়টি আসলে আগামী বুধবার অনেকটা নিশ্চিত করে বলা যেতে পারে।

ভারতের ওডিশার উপকূলে এই লঘুচাপ সৃষ্টি হলে বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। আর এই বৃষ্টির পর তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক। তিনি বলেছেন, বৃষ্টির আগে আগামী কয়েক দিন তাপমাত্রা একটু বাড়তে পারে।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে আজ তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কর হয় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি