ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

শীর্ষস্থান হারানোর শঙ্কায় রিয়াল, বেলিংহ্যামকে লাল কার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

লা লিগায় শীর্ষস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। জানুয়ারিতে একটি ম্যাচেই হারা লস ব্লাঙ্কোসরা ফেব্রুয়ারিতে এসে যেন ভুগছে। লীগের সব শেষ তিন ম্যাচের একটি হার ও একটিতে ড্র করার পর আজ তৃতীয় ম্যাচেও পয়েন্ট হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ওসাসুনার বিপক্ষে পয়েন্ট খুইয়ে উল্টো শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ল তারা। একই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছে দলের মিডফিল্ডের প্রাণ জুড বেলিংহ্যাম।

লা লিগায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ওসাসুনার বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে রিয়াল।

ওসাসুনার ঘরের মাঠ হলেও শুরু থেকে আধিপত্য করেই খেলেছিল রিয়াল। প্রথম সাফল্য পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের।ম্যাচের ১৫তম মিনিটেই দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। ফেদে ভালভের্দের দারুণ ক্রসে স্লাইড করে জাল খুঁজে নেন ফরাসি এই স্ট্রাইকার। ৩২তম মিনিটে স্কোরলাইন ২-০ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন ভিনিসিউস জুনিয়র। এমবাপ্পের চমৎকার ক্রসে বিপজ্জনক জায়গা থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শট নেন গোলরক্ষক বরাবর।
 
সাত মিনিট পর বড় ধাক্কা খায় রিয়াল। ওসাসুনার কর্নারের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। রিপ্লেতে কোনো ফাউল করতে দেখা যায়নি তাকে। তবে রেফারিকে  কিছু একটা বলতে দেখা যায় জুডকে। আপত্তিকর কোনো মন্তব্যের জন্য কার্ড দেখতে পারেন তিনি। ফলে লা লিগার আগামী ম্যাচ তো অবশ্যই, পরের ম্যাচেও নিষেধাজ্ঞায় থাকতে পারেন তিনি।
 
এদিকে ১০ জনের রিয়ালকে পেয়ে কিছুটা চেপে বসে ওসাসুনা। ৫৮তম মিনিটে পেনাল্টি আদায় করে নিয়ে সফল স্পট কিকে ওসাসুনাকে সমতায় ফেরান বুদেমির।

অবশ্য একজন কম নিয়ে খেললেও লিডে ফেরার আরও একাধিক সুযোগ তৈরি হয়েছিল রিয়ালের সামনে। ৭৩তম মিনিটে গোলরক্ষককে একা পেলেও শট নিতে অনেক দেরি করে ফেলেন এমবাপ্পে। পেছন থেকে এসে বল কেড়ে নিয়ে দলকে বিপদমুক্ত করেন ওসাসুনা ডিফেন্ডার।

দুই মিনিট পর পায়ের কারিকুরিতে সুযোগ তৈরি করেন ভিনিসিউস। কিন্তু কাউকে বল না বাড়িয়ে নিজেই চেষ্টা করতে গিয়ে দলকে হতাশ করেন তিনি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় নিয়ে মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলত্তির শিষ্যদের।

২৪ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই আছে রিয়াল। তবে শঙ্কা আছে শিগগিরই শীর্ষস্থান হারানোর। ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান বার্সেলোনার। ১৭ তারিখ দিবাগত রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচ রয়েছে বার্সেলোনার। এটিতে জিততে পারলে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থানে উঠে যাবে কাতালানরা। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি