ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

শুভ-মিমের ‘সাপলুডু’ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ২৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:৪১, ২৮ অক্টোবর ২০১৮

শুরু হয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম-এর নতুন সিনেমা ‘সাপলুডু’র দৃশ্যধারণ। গতকাল থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে শুটিং।

এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শুভ-মিম। গোলাম সোহরাব দোদুল পরিচালিত সিনেমাটি দিয়ে অ্যাকশন অবতারে ফিরছেন আরিফিন শুভ।

এ বিষয়ে শুভ বলেন, ‘মানিকগঞ্জে শুটিং করছি। এখানে অল্প কিছু দৃশ্য ধারণ হবে। এর পরবর্তী শুটিং হবে গাজীপুরে। সিনেমাটির গল্প বেশ সুন্দর। পাশাপাশি পরিচালক গোলাম সোহরাব দোদুলের প্রথম সিনেমা এটি। তাই সব কিছুতেই বেশ যত্নের ছাপ রয়েছে। এটি বছরের সেরা সিনেমা হবে, বলে আশা করছি।’

বিদ্যা সিনহা মিম বলেন, ‘আরিফিন শুভর সঙ্গে এর আগে টিভিতে অনেক নাটক ও টেলিছবিতে অভিনয় করেছি। ফলে আমাদের পর্দা রসায়নও বেশ ভালো। আশা করছি, ভালো একটি সিনেমা হবে।’

পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, ‘যেহেতু এটি আমার পরিচালনায় নির্মিত প্রথম চলচ্চিত্র। তাই কিছুটা স্নায়ুচাপের মধ্যে আছি। তারপরও আমি চেষ্টা করছি নিজের সেরাটা দেওয়ার। বাকিটা নির্ভর করবে দর্শকদের ওপর।’

তিনি আরও বলেন, ‘‘সাপলুডু’ সিনেমার প্রেক্ষাপট বাংলাদেশ। সে কারণে আমার এই সিনেমার দৃশ্যধারণ হবে টেকনাফ, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায়। চলতি বছরেই এর দৃশ্যধারণ শেষ হবে বলে আশা করছি। সব ঠিক থাকলে আগামী বছরেই মুক্তি দেওয়া হবে সিনেমাটি।’

উল্লেখ্য, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘সাপলুডু’ সিনেমাটির শুটিং শুরু হয়েছে শনিবার। প্রথম লটের শুটিং-এ অংশ নিয়েছেন নায়ক আরিফিন শুভ। এখন মানিকগঞ্জে শুটিং চলছে। আরও কয়েকদিন সেখানে শুটিং হবে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি