ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

শুরুতে আশা জাগিয়েও মুশফিকের বিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ২৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:২২, ২৪ নভেম্বর ২০১৮

চট্টগ্রাম টেস্টে স্পিন দাপটে নাকাল দুই দলের ব্যাটসম্যানরাই। তবে বড় লিড নিয়েও অস্বস্তিতে স্বাগতিকরা। গতকাল দিন শেষে ৫ উইকেট হাতে রেখে ১৩৩ রানে এগিয়ে থেকে আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডীয়ামে তৃতীয় দিনের খেলায় সকাল সাড়ে নয়টায় মাঠে নামে টাইগাররা।

দিনের প্রথম ওভারে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে সুইপ করে চার মেরেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু লিডটা টাইগার শিবিরে ঠিক স্বস্তি দিচ্ছে না। তাই পরের ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হয়ে ফিরলেন মুশফিক। ব্যক্তিগত ১৯ রানে বিদায় নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

মুশফিক ৩৯ বলে ১৯ রান করে ফেরার সময় বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৬৯ রান। ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদুল্লাহ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি