ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরু হলো বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম এন্ড ফলোআপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ২ জুন ২০২৪ | আপডেট: ২০:৫৫, ২ জুন ২০২৪

Ekushey Television Ltd.

অন্যায়, অনিয়ম, অপরাধ, দুর্নীতি ও সমাজের নানা অসংগতি এবং চারপাশে ঘটে যাওয়া চিত্র নিয়েই শুরু হলো বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক পাক্ষিক আয়োজন ক্রাইম এন্ড ফলোআপ। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের পরিকল্পনায়, প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলমগীর রাসেল। আহসান কবিরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের গ্রন্থনা ও সঞ্চালনা করেছেন জে ইউ জুবায়ের।

প্রচার হবে প্রতিমাসের প্রথম ও তৃতীয় রবিবার রাত ৮ টায়। আজ ২ জুন অনুষ্ঠানের প্রথম পর্ব। অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে রেমিটেন্স যোদ্ধার মরদেহ নিয়ে ভোগান্তির আদ্যপান্ত। মহরদেহ দেশে ফেরা নিয়ে নানা ভোগান্তির চিত্রই তুলে ধরা হয়েছে এতে। 

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, প্রতিনিয়তই আমাদের চারপাশের অসংগতি আর সর্বনাশা বিষয়গুলো সাধারণ মানুষকে অসহায় করে তুলছে। সংঘটিত সব অপরাধ আর দুর্নীতির কারণে সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড এবং সমৃদ্ধি যেন প্রতিনিয়তই বাধাগ্রস্ত হচ্ছে। এসব তুলে ধরতেই বৈশাখী টিভির নতুন প্রয়াস ক্রাইম এন্ড ফলোআপ।

আশা করি, এর মাধ্যমে ঘুনে ধরা সমাজ কিছুটা হলেও উপকৃত হবে, প্রতিষ্ঠিত হবে জবাবদিহিতা। নিজের কাজটা ভালোভাবে করে দেশপ্রেমের পরিচয় দেবে, জয় হবে সত্যের। (প্রেস বিজ্ঞপ্তি) 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি