ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শুরু হলো ভাষার মাস (ভিডিও)

মানিক শিকদার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৩:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৩

শুরু হলো ভাষার মাস রক্তে রাঙানো ফেব্রুয়ারি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির এক বছরের মাথায় বাঙালির স্বপ্নভঙ্গ। শুরুতেই ভাষার ওপর আঘাত। মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে রক্ত দেয় বাঙালি। একুশের চেতনায় বাঙালি এগিয়ে যায় স্বাধীনতার পথে। 

ভাষা আন্দোলনের ৭১ বছরে এসে এখনো সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে না পারার আক্ষেপ ইতিহাসবিদ ও গবেষকদের। 

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের মধ্য দিয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। তবে পাকিস্তানি শাসকরা প্রথমেই আঘাত হানে বাঙালির মাতৃভাষার উপর। 

১৯৪৮ সালের ২১শে মার্চ পুর্ব বাংলা সফরে এসে রেসকোর্স ময়দানে পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা’। এর প্রতিবাদে ছাত্র শিক্ষক জনতা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজধানীসহ সারাদেশে আন্দোলন গড়ে তোলে।

১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারির গণমিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। শহীদ হন সালাম বরকত, রফিক, জববারসহ আরও ক’জন। অবশেষে রক্তের বিনিময়ে অর্জিত হয় মাতৃভাষায় কথা বলার অধিকার।

দুই হাজার সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় জাতিসংঘ। এ দিন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাংলা একাডেমি মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, “বাংলা ভাষা এখন আন্তর্জাতিক ভাষা। সারা পৃথিবীতে যতো ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছিল সেগুলো আবার সুপ্ত করার জন্য, তাদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলা ভাষা প্রধান প্রনোদনা। যেহেতু মাতৃভাষা দিবস বাংলা ভাষার মাধ্যমেই হয়েছে।”

বাংলাভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম লক্ষ্য ছিল সর্বস্তরে মাতৃভাষা প্রতিষ্ঠা। তবে সেই দাবির বাস্তবায়ন এখনও পুরোপুরি সম্ভব হয়নি।

ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, “পৃথিবীর কোথাও মাতৃভাষা এমনভাবে লাঞ্ছিত হয়নি। আমাদের এখানে ইংলিশ স্কুলগুলোতে বলাই হয় ইংরেজিতে বলতে হবে পড়তে হবে। কিন্তু বাংলাটা তো চর্চা করতে হবে। আমরা তো ইংরেজি-ফ্রেন্স-আরবির বিরোধী নই। দ্বিতীয় ভাষা সবসময়ে লাগবে। আমাদের এখানে বাংলা ভাষার পর দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শেখানো হচ্ছে।”

সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠা করা হলে একদিকে যেমন জাতি উপকৃত হবে তেমনি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ স্বার্থক হবে বলে মনে করছেন ভাষাবিদ ও গবেষকরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি