ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শুরু হলো মার্কিন প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়নের অগ্নিপরীক্ষা

প্রকাশিত : ১৩:২৩, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:৫৭, ২ ফেব্রুয়ারি ২০১৬

আইওয়া থেকে শুরু হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীতার নির্বাচন। রিপাবলিকানদের পক্ষ থেকে এখানে জয়ী হয়েছেন টেড ক্রুজ। তবে এখনও নির্ধারণ করা যায়নি ডেমোক্রেট দল থেকে কে পাচ্ছেন সমর্থন। অবশ্য, তীব্র প্রতিদ্বন্দ্বীতা হয়েছে হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে। ফলাফল ঘোষণা না হলেও, একে ‘ভার্চুয়াল টাই’ হিসেবে দেখছেন স্যান্ডার্স। us electionমার্কিন প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়নের অগ্নিপরীক্ষা শুরু হলো। আইওয়ায় ডেমোক্রেট দল থেকে কাণ্ডারী কে হচ্ছেন, তা জানতে অপেক্ষা কাটছে না। একদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, অন্যদিকে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। জনপ্রিয়তায় কেউ কারো চেয়ে কম নয়। যদিও স্যান্ডার্স একে ভার্চুয়াল টাই হিসেবেই দাবি করেছেন। অন্যদিকে নির্বাচনী জরিপ পাল্টে দিয়েছেন রিপাবলিকান দলের টেড ক্রুজ। বিতর্কিত ও আলোচিত ডোনাল্ড ট্রাম্পকে বাদ দিয়ে টেক্সাসের এই সিনেটরকেই বেছে নিয়েছেন আইওয়ার সমর্থকরা। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবি ও জেব বুশ শেষ পর্যন্ত এ লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়লেন। কৌশলগত দিক দিয়ে আইওয়ার এ ভোটাভুটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের। কারণ, এ ভোটের ফল প্রভাবিত করতে পারে অন্যান্য রাজ্যের ভোটারদের। পাশাপাশি আইওয়ার এ লড়াই আভাস দিচ্ছে এবারের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বীতা হবে দুই দলের মধ্যে। ধারাবাহিকভাবে প্রত্যেকটি অঙ্গরাজ্যেই চলবে এই মনোনয়ন প্রক্রিয়া। জুলাইয়ে জাতীয় কনভেনশনে চূড়ান্ত হবে প্রত্যেক দলের প্রার্থী, নভেম্বরে যারা লড়াই করবেন প্রেসিডেন্ট পদের জন্য।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি