ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ৪ এপ্রিল ২০১৭

সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে অভিভাবকরা সন্তোষ জানালেও উদ্বেগ প্রকাশ করেছেন প্রশ্নপত্র ফাঁস হওয়ার গুঞ্জন নিয়ে। তবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ ধরনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। আগামী বছর থেকে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র স্থানীয়ভাবে ছাপানো হবে বলেও জানিয়েছেন তিনি।

জীবনের অন্যতম এই পাবলিক পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের অনেক আগেভাগেই পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত শিক্ষার্থীরা। প্রথম দিন তারা কিছুটা নার্ভাস থাকলেও ভাল পরীক্ষা দিতে পারবে বলে আশা তাদের।

সকাল সাড়ে ৯টায় খুলে দেয়া হয় পরীক্ষা কেন্দ্রগুলোর প্রধান ফটক।

প্রিয় সন্তানকে কেন্দ্রে পাঠিয়ে বাইরে অপেক্ষামান অভিভাবকরা। প্রশ্নপত্র ফাঁসের গুঞ্জনে উদ্বেগ-উৎকন্ঠার কথা জানান তারা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মন্ত্রনালায়ের সচিব সহ কয়েকজন উর্ধতন কর্মকর্তা ঢাকা কলেজ কেন্দ্র ঘুরে দেখেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী বছর থেকে পরীক্ষা শুরুর আধাঘন্টা আগে স্থাণীয় পর্যায়ে ছাপানোর কথা বলেন তিনি।

এদিকে প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাওয়ার মোবাইল ফোণ রাখার দায়ে তিন শিক্ষককে আটক করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এবার এইচ এসসিতে ১১ লাখ ৮৩ হাজার ৬শ ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ লাখ ৩৫ হাজার ৬শ ৯৭ জন ছেলে এবং ৫লাখ ৪৭ হাজার ৯শ ৮৯ জন মেয়ে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি