ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর হোন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ১১ জানুয়ারি ২০১৮

দেশে চোরাচালান ও শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে চলমান কার্যক্রম আরও কঠোর ও জোরদার করার আহবান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। আজ বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পরিদর্শন শেষে সম্মেলন কক্ষে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান।

এ সময় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কার্যক্রমসহ অন্যান্য বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন দপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান। প্রেজেন্টেশনের সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য মো. রেজাউল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

এনবিআর চেয়ারম্যান ভালো কাজের উপযুক্ত স্বীকৃতি দেবেন বলে আশ্বাস দিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সাহসিকতা ও সততার সঙ্গে চোরাচালান ও শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে কাজ করতে নির্দেশনা দেন। তিনি বলেন, শুল্ক গোয়েন্দারা ভালো কাজ করলে দেশ অপূরণীয় ক্ষতি থেকে রক্ষা পাবে।

তিনি বলেন, শুল্ক গোয়েন্দা যে সকল সেক্টরে উদ্যোগী হয়ে তৎপরতা চালাচ্ছে সেগুলোর প্রতিটিই চ্যালেঞ্জিং। তিনি এই দপ্তরে কর্মরত সকলকে সব ধরনের লোভ ও ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সাম্প্রতিক বছরগুলোতে শুল্ক গোয়েন্দা কর্তৃক পরিচালিত বেশ কয়েকটি চাঞ্চল্যকর অভিযানের বিবরণ শুনে তিনি ভবিষ্যতে এ ধরনের বড় কোনো অভিযান পরিচালনার সময় নিজেই উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন, শুল্ক গোয়েন্দারা সীমিত সুযোগ সুবিধা নিয়ে কাজ করছে। এই দপ্তরের জনবল বৃদ্ধি, রেশনিং ও ঝুঁকি ভাতাসহ অন্যান্য চাহিদার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে তিনি এগুলো সমাধানের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

উপস্থাপনায় শুল্ক গোয়েন্দাদের সাম্প্রতিক সাফল্যের পরিসংখ্যান চিত্র তুলে ধরা হয়। গত কয়েক বছরে শুল্ক গোয়েন্দাদের কর্মতৎপরতার সচিত্র বর্ণনা বিশদভাবে উল্লেখ করা হয়। বর্ণনায় ২০১৭ সালে স্বর্ণ, মুদ্রা, মাদক, সিগারেট, অস্ত্র, বিলাসবহুল গাড়ি আটকের রেকর্ড তুলে ধরা হয়। উপস্থাপনার পরে শুল্ক গোয়েন্দার কার্যক্রমের উপরে নির্মিত ‘গোয়েন্দার চোখ’ শিরোনামের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আরকে/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি