শুল্ক বৃদ্ধি করায় অচলাবস্থা বাংলাবান্ধা স্থলবন্দরে (ভিডিও)
প্রকাশিত : ১২:৪৬, ২৬ আগস্ট ২০২৩
পাথরবাহী ট্রাকের ওপর শুল্ক বৃদ্ধি করায় আবারও অচলাবস্থা তৈরি হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীদের সাথে কর্মহীন হয়ে পড়েছেন বন্দরের শ্রমিকরা। রাজস্ব হারাচ্ছে সরকারও। এমন পরিস্থিতিতে অচলাবস্থা তৈরি হয়েছে স্থলবন্দরটিতে।
ভারত থেকে আমদানি করা পাথরের ট্রাক প্রতি শুল্ক কর ছিল ১২ ডলার। আগস্টের এক তারিখে শুল্ক বিভাগ সেটি ১৩ ডলার নির্ধারণ করে। অন্যদিকে ভুটান থেকে আসা পাথরবোঝাই ট্রাকের শুল্ক ২১ ডলার থেকে বাড়িয়ে ২৪ ডলার করা হয়। এতে ক্ষতির শঙ্কায় পাথর আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে, পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরের হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
স্থলবন্দরের উভয় প্রান্তের ব্যবসায়ীরা পাথর আমদানি-রপ্তানি বন্ধ রাখায় রাজস্ব হারাচ্ছে সরকার।
পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, "কাস্টমসের পক্ষ থেকে অ্যাসেসমেন্ট ভ্যালু বৃদ্ধি করায় কিছুটা ট্যাক্স বৃদ্ধি পাবে, একারণে বাংলাদেশের ব্যবসায়ীরা সাময়ীকভাবে পাথর আমদানি বন্ধ রেখেছে।"
গত অর্থবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে জানিয়ে বন্দরের কর্মকর্তারা বলছেন, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
বিষয়টি নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ইমরুল হোসেন পাটোয়ারি বলেন, " আমরা আশা করছি যে প্রতিবন্ধকতা তৈরী হয়েছে, তা স্বল্প সময়ের মধ্যে কাটিয়ে উঠে আবারও সুন্দরভাবে রাজস্ব আদায় কার্যক্রম করতে সমর্থ হব।"
স্থলবন্দরটির কার্যক্রম ফের স্বাভাবিক হলে সরকারের রাজস্ব আদায় বাড়বে, কাজে ফিরতে পারবেন হাজারো শ্রমিক।
এমএম//
আরও পড়ুন