ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শূন্যতা

প্রকাশিত : ১৪:৪৯, ৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫১, ১৮ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

 

 

আজকাল আর স্বপ্ন দেখিনা

সমস্ত রাত এপাশ ওপাশ নির্ঘুম কেটে যায়।

চোখ মেলে তাকিয়ে থাকি সাদা চুনকাম করা দেয়ালের দিকে।

কী ভীষণ এক শূন্যতা সারা দেয়ালজুড়ে,

আমার হৃদয়জুড়ে।

রাতজাগা পাখিরা একটানা ডেকে যায়।

যেন বলে ঘুমাও মেয়ে

আর কত জেগে থাকবে?

রাত তো অনেক হলো

তবুও আমার ঘুম আসেনা।

স্বপ্ন চাই স্বপ্ন চাই বলে সমস্ত ধমনী হঠাৎ যেন চিৎকার করে ওঠে।

থাকতে পারিনা-

অবশেষে স্রষ্টার কাছে

নতজানু হয়ে বলি,

হে প্রভু, একটু ঘুমানোর জন্য

আমায় একটা স্বপ্ন দাও ! !


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি