ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ইনডোর রোইং প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে ইনডোর রোইং প্রতিযোগিতা -২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন প্রধান অতিথি এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের ৫টি গ্রুপ অংশ গ্রহণ করে। এতে ফেডারেশনের বিভিন্ন ক্লাবে প্রায় একশ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ আলম, সহ সভাপতি মোহাম্মদ মনিরুল আলম, যুগ্ম সম্পাদক ইফতেখারুজ্জামান টপছি, মো. মোবারক হোসেন, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন মন্টু, প্রেস ও পারলিকেশন উপকমিটির সম্পাদক রাশিম মোল্লা, কার্যনির্বাহী সদস্য নাসিরুজ্জামান চৌধুরী স্বপন, মো. জাকির হোসেন পারভেজ, হাসান মোল্লা, হামিদ আলী, মারুফ খান, মো. মাকসুদ আলম প্রমুখ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি