প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি
শেখ জামাল ও শাইনপুকুরের জয়
প্রকাশিত : ১৩:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
ঢাকা প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল সোমবার। দিনের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লায় লিজন্ডেস অব রূপগঞ্জকে ৫ উইকেটে হারিয়েছে শাইনপুকুর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১১ রানে হারিয়েছে শেখ জামাল।
মিরপুরে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খেলাঘর। তাদের সে সিদ্ধান্ত খুব সার্থক হয়নি। প্রথম ৪.৫ ওভারে ৩৮ রান তুলে ফেলে তারা। ১৯ বলে ২১ রান করে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফেরেন ফারদিন ইসলাম। এরপর হাসানুজ্জামান ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে ফেরেন। অন্যদিকে ওপেনার ইমতিয়াজ হোসেন ২৬ বলে করেন ৩১ রান। তবে বড় স্কোরটা করেন আসলে নাসির হোসেন ও অধিনায়ক নুরুল হাসান সোহান। নাসির ২৭ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৩৪ রান করেন। অন্যদিকে সোহান ২৮ বলে ১টি চার ও ৩টি ছক্কায় করেন ৪৩ রান। খেলাঘরের মইনুল ২৬ রানে ২ উইকেট নেন।
জবাব দিতে নেমে রবিউল ইসলাম রবির কল্যাণে দারুণ শুরু করে খেলাঘর। তারাও ৫.৪ ওভারে ৪১ রান তুলে ফেলে। ১৬ বলে ২১ রান করেন সাদিকুর রহমান। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ৩৪ বলে ৩৪ রান করেন। অন্য প্রান্তে ৫১ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় রবি ৬৯ রান করেন। কিন্তু রান-বলের সমীকরণে পিছিয়ে পড়ে খেলাঘর। যদিও শেষ বেলায় মাসুম খান ৮ বলে ১৯ রান করে কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু ৫ উইকেটে ১৫৮ রানেই থেমে যেতে হয় খেলাঘরকে।
ফতুল্লায়ও টসে জিতে আগে ফিল্ডিং করে শাইনপুকুর। ভোর বেলার বৃষ্টিতে এখানে সময়মতো খেলা শুরু হতে পারেনি। পরে ২০ ওভারের খেলাতে ১৩ ওভারে নামিয়ে আনা হয়। রূপগঞ্জ আগে ব্যাট করতে গিয়ে খুব সুবিধা করতে পারেনি। ধীরগতিতে শুরু করা দুই ওপেনার পাপ্পু ১৭ বলে ১৪ এবং নাঈম ১৯ বলে ১৯ রান করেন। এরপর দলের রানের চাকাটা একটু ঘোরান শাহরিয়ার নাফীস। তিনি ২৪ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪৬ রান করে অপরাজিত থাকেন। জাকের ৯ বলে ১১ ও নাঈম ইসলাম ৪ বলে ১৫ রান করেন। মোট ১১৫ রান তুলতে পারে রূপগঞ্জ ৫ উইকেটে।
সুজন হাওলাদার ও সোহরাওয়ার্দী শুভ ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ভালো শুরু করে শাইনপুকুর। ওপেনার শুভ ১৪ বলে ১৬ রান করেন। অন্য ওপেনার সাব্বির আহমেদ ২৫ বলে করেন ৩২ রান। আফিফ এরপর দ্রুত ফিরে আসেন। তবে দলকে জয়ের পথে রাখেন ১০ বলে ৩২ রান করা শুভাগত হোম। ১২.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় শাইনপুকুর।
এসএ/