ঢাকা, বুধবার   ১৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাহমুদুর রহমান

শেখ পরিবারকে বাদ না দিলে আ.লীগের পুনর্বাসন সুযোগ নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ১৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শেখ পরিবারকে দল থেকে বাদ না দিলে আওয়ামী লীগের পুনর্বাসন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, দলের মধ্যে সংস্কার সম্পন্ন করে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। এক্ষেত্রে শেখ হাসিনাসহ শেখ পরিবারের সবাইকে দলটি থেকে বহিষ্কার করতে হবে, তাদের বিচার করতে হবে। এরপর আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে। 

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে বলে একটি আলোচনা শোনা যাচ্ছে। সংস্কারের আগে দলটিকে পুনর্বাসিত করার সুযোগ নেই। বিপ্লবোত্তর বাংলাদেশে এই প্রশ্নই উঠতে পারে না।

তিনি আরও বলেন, নতুন দলের মধ্যে সাংঘর্ষিক বিবৃতি দেখতে পাচ্ছি। দলীয় বয়ানে দলটিকে গুরুত্ব দিতে হবে। পলিটিক্যাল বক্তব্যে কোনো সুবিধা নেয়ার চেষ্টা করা যাবে না। দলের বক্তব্যে সবাইকে সন্তুষ্ট করার প্রচেষ্টা দেখতে পাচ্ছি। মনে রাখতে হবে রাজনৈতিক বয়ানে সবাইকে সন্তুষ্ট করা যায় না।

আওয়ামী লীগকে নির্বাচনে নিতে আন্তর্জাতিক চাপ আসবে জানিয়ে তিনি বলেন, সেই চাপকে মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে জিরো পলিটিকাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ সময় মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি