ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শেখ পরিবারের নতুন দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ৯ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১০:৩৯, ৯ জানুয়ারি ২০২৫

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার জন্য ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক।

বুধবার (৮ জানুয়ারি) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান। 

তিনি বলেন, আমাদের অনুসন্ধান দল ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে এবং বর্তমানে হাতে পর্যাপ্ত তথ্য রয়েছে, যার ভিত্তিতে আমরা শিগগিরই আরও বিস্তারিত তথ্য সরবরাহ করতে পারব।

দুদক জানায়, রাজউকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা প্লট বরাদ্দ নিয়ে তদন্ত চলছে। ২৬ ডিসেম্বর দুদক শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। 

অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তারা পূর্বাচলে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন।

এসব প্লট বরাদ্দে যুক্ত ছিলেন-শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী।

আক্তার হোসেন আরও বলেন, আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের প্রমাণাদি রয়েছে, তবে এখনই মামলার ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। অনুসন্ধান প্রতিবেদন এসে পৌঁছলে আমরা আপনাদের শিগগিরই আরও সুনির্দিষ্ট তথ্য জানাবো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি