ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন না অপু বিশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৮ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে সিনেমাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল চলচ্চিত্র তারকা অপু বিশ্বাসের। এতে তার চরিত্রের নাম ছিল হাসু। আগস্টের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবার কথা থাকলেও এবার জানা গেল সিনেমাটি থেকে সরে এসেছেন অপু বিশ্বাস। 

এই খবরটি এমন সময় চাউড় হলো যখন ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।

চলতি বছর জানুয়ারিতে মাত্র ১০০ টাকায় ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। সিনেমাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল এই নায়িকার।

সে সময় এর নির্মাতা সালমান হায়দার বলেছিলেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’

তবে এখন অপু বিশ্বাস জানান, সিনেমাটিতে আর নেই তিনি। অনেক আগেই কাজটি থেকে সরে এসেছেন অপু। আর সিনেমাটির ব্যাপারে এখন কিছুই জানেন না এই অভিনেত্রী।

অপু বিশ্বাস বলেন, ‘চুক্তি হওয়ার এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা সিনেমার প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতেন।’

তিনি বলেন, ‘চুক্তির কিছুদিন পর দেখলাম সিনেমার প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না। কাজ যা-ই হোক, কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন।’

জানা যায়, চুক্তির পরপরই অপু বিশ্বাসও বলেছিলেন ‘সিনেমার গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করি, কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি