শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই: মুজিবুল হক
প্রকাশিত : ১৯:২৫, ৬ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ২০:০৪, ৬ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। আজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রাঙ্গণে আয়োজিত প্রাথমিক শিক্ষক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
শিক্ষাখাতে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে বিশ্বে আমাদের সাফল্য ঈর্ষণীয়। আগে সাক্ষরতার হার ছিল ৪৫ শতাংশ, এখন বেড়ে ৭৫ দশমিক ২ শতাংশ হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ছিল ৭১ শতাংশ, তা হয়েছে ৯৯ শতাংশ।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে জাতীয়করণ করা হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকের চাকরি সরকারীকরণ করা হয়েছে।
কয়েক বছর আগেও গ্রামের শিক্ষার্থীরা ল্যাপটপ বা কম্পিউটার সম্পর্কে জানত না। এখন প্রায় প্রতিটি স্কুলে রয়েছে কম্পিউটার।
ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি এখন মোবাইলে পৌঁছে যায়। প্রতিবছর কোটি কোটি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে, যা পৃথিবীতে নজিরবিহীন বলেও বক্তব্যে বলেন তিনি।
শিক্ষাখাত সহ প্রতিটি সেক্টরে আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়ন করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
চৌদ্দগ্রামে যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগের আমলে হয়েছে মন্তব্য করে আগামীতেও সবাইকে উন্নয়নের পক্ষে থাকার আহবান জানান তিনি।
কেআই//
আরও পড়ুন