ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেখ হাসিনা নিষেধাজ্ঞার পরোয়া করেন না: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ৪ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৫:৫৫, ৪ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোন পরোয়া করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কোন বিদেশি শক্তির হুমকি-ধামকির পরোয়া করেন না। তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগণকে।

বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে হবে বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করতে। এই বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে।

তিনি বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। তারা লাল কার্ড পেয়ে পালিয়ে গেছে। এখন হবে ফাইনাল খেলা। দুর্নীতিবাজ, লুটেরা, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভালো লোকেরা নির্বাচিত হলে দেশ ভালো চলবে, নতুবা দু:শাসন অনিবার্য।

ওবায়দুল কাদের বলেন, স্মার্ট মানে ভাষণ দেয়া নয়, মানুষের মনের ভাষা বুঝতে হবে। এই দেশ ভাল লোকদের হাতে থাকলে উন্নয়ন হবে। আর ভাল লোক না এলে রাজনীতি মূল্যহীন। তাই রাজনীতিতে মেধাবীদের আসতে হবে। 

পরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি