শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য রফিক উল্লাহ খান
প্রকাশিত : ২১:৫৯, ২৬ জুলাই ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খান শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও নব গঠিত বিশ্ববিদ্যালয়টির আচার্য মো. আবদুল হামিদ তাকে চার বছর মেয়াদের জন্য এ নিয়োগ দিন। বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এ নিয়োগ বাতিল করতে পারেন বলে নিয়োগের শর্তে বলা হয়। উপাচার্য পদে তিনি তার বর্তমান বেতনের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
উল্লেখ্য, চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নেত্রকোণায় এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন-২০১৮’ জাতীয় সংসদে পাস হয়েছে।
এমএইচ/ এসএইচ/
আরও পড়ুন