ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘শেখ হাসিনা লড়াই করে এ পর্যায়ে এসেছেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নানা সংকটের ভেতর দিয়ে লড়াই করতে করতে শেখ হাসিনা এ পর্যন্ত এসেছেন। এখনো নানা সংকটের ভেতর তিনি লড়াই করে যাচ্ছেন বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেন, অতীতে যেভাবে শেখ হাসিনা সংকট উত্তরণ করে জয়ী হয়েছেন ভবিষ্যতেও সেভাবে জয়ী হবেন।

আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউতে মহিলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি সাবেরা বেগম।

মতিয়া চৌধুরী বলেন, খুনীরা যখন ৭৫ সালের ১৫ আগস্ট ঘটিয়েছিল তখন তাদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে একেবারে নির্বংশ করে দেওয়া। সেই লক্ষে ৭৫ পরবর্তী সরকারগুলো দেশ থেকে মুক্তিযুদ্ধের সব চেতনা মুছে দিতে চেয়েছিল।

মতিয়া চৌধুরী আরও বলেন, খুনীরা এখানে থেমে থাকেনি। শেখ হাসিনাকে ১৯৮১ সাল থেকে এখনো পর্যন্ত মোট উনিশবার হত্যার চেষ্টা করেছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? আর আল্লাহ যদি মারে রাখে কে? তাই প্রতিবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা সংকট উত্তরণ করে আসতে পেরেছেন। এখনো প্রতিনিয়ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছেন।

মতিয়া চৌধুরী এ সময় বলেন, ৭৫ - এর খুনীরা এখনো সক্রিয়। এখনো তারা নানা জায়গায় উঁৎ পেতে আছে। তাদের প্রতিহত করতে হলে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে সারাক্ষণ সজাগ থাকতে হবে।

মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মতিয়া চৌধুরী বলেন, অতীতেও সব আন্দোলন সংগ্রামে নারীরা রাজপথে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে অগ্নিপরীক্ষা দিয়েছে। আগামীতেও সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় মহিলা আওয়ামী লীগ রাজপথে থাকবে।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সব অঙ্গ ও সহযোগী সংগঠন নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজকে মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ আয়োজন করে।

আ আ// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি