ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শেবাগের সঙ্গে বাক যুদ্ধে জড়ালেন প্রীতি জিনতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১১ মে ২০১৮ | আপডেট: ২০:০২, ১১ মে ২০১৮

আইপিএলের এবারের আসরে ভালো পারফরমেন্স করছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর তাই প্লে-অফ পর্বে খেলার ভালো সুযোগও দেখা দিয়েছে। পয়েন্ট তালিকায় তিনে অবস্থান করছে প্রীতি জিনতার দলটি। তবে মঙ্গলবার রাজস্থান রয়্যালসের কাছে  হেরে যায় পাঞ্জাব। যদিও এ হারে দলটির আহামরি কোনো ক্ষতি হয়নি। কিন্তু পাঞ্জাবের আংশিক মালিক প্রীতি জিনতা হারটা কোনোভাবেই মেনে নিতে পারেননি। ম্যাচ শেষেই এ নিয়ে তাঁর সঙ্গে এক চোট কথার লড়াই হয়েছে পাঞ্জাবের ‘মেনটর’ বীরেন্দর শেবাগের। এ ঘটনার কারণে শেবাগ পাঞ্জাবের চাকরি ছেড়ে দিতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৮ রান তুলেছিল রাজস্থান। তাড়া করতে নেমে ১৫ রানের ব্যবধানে হারে পাঞ্জাব। ম্যাচ শেষে খেলোয়াড়েরা ড্রেসিং রুমে ঢোকার আগেই প্রীতি প্রশ্ন তোলেন শেবাগের ‘ট্যাকটিস’ নিয়ে। ভারতের সাবেক ওপেনার এ সময় প্রীতিকে বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। হারের জন্য শেবাগের ট্যাকটিসকেই দুষতে থাকেন প্রীতি।

তাদের এই তর্কযুদ্ধের ঘটনা সম্বন্ধে অবগত একটি সূত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে ‘মুম্বাই মিরর’। সেই সূত্র এই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মনোজ তিওয়ারি, করুণ নায়ারের মতো পরীক্ষিত ব্যাটসম্যানদের বসিয়ে (রাজস্থানের বিপক্ষে) অধিনায়ক রবি চন্দ্রন অশ্বিনকে তিনে ব্যাটিংয়ে পাঠানো হয়। সিদ্ধান্তটা বুমেরাং হয়েছে। কারণ অশ্বিন ফিরেছেন শূন্য রানে। প্রীতির রাগটা এখানেই। প্রীতির অভিযোগ ছিল, ‘অপ্রয়োজনীয়’ পরীক্ষা-নিরীক্ষার জন্যই এই হার। শেবাগ অবশ্য প্রীতিকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন।

তবে ভারতের সাবেক ওপেনার ব্যাপারটিকে মোটেও ইতিবাচক হিসেবে দেখেননি। ঘটনাটা পাঞ্জাবের বাকি দুই মালিক নেস ওয়াদিয়া ও মোহিত বর্মণকে জানিয়েছেন শেবাগ। শেবাগ সাফ বলে দিয়েছেন, তাঁকে যেন প্রীতি ‘জ্ঞান দিতে’ না আসেন। মুম্বাই মিরর জানিয়েছে, প্রীতির সঙ্গে ট্যাকটিস নিয়ে শেবাগের তর্কযুদ্ধ এবারই প্রথম নয়। বলিউড তারকা এর আগেও শেবাগের কাজে ‘হস্তক্ষেপ’ করেছেন।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি