ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শেরপুরে জনপ্রিয়তা পাচ্ছে রাসায়নিকমুক্ত চাষাবাদ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ১১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:১৪, ২৩ অক্টোবর ২০১৮

শেরপুরের সদর উপজেলার জঙ্গলদী গ্রামে কৃষকদের মাঝে জনপ্রিয় হচ্ছে রাসায়নিকমুক্ত চাষাবাদ। সব্জি উৎপাদনে জৈব সার ও সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার দিন দিন বাড়ছে। বাড়ি বাড়ি তৈরী হচ্ছে কেঁচো কম্পোস্ট সার।

ক্ষতিকর রাসায়নিক সার ও কীটনাশকের বেড়াজাল থেকে বেরিয়ে আসছে জঙ্গলদী। 

বাড়িতে বাড়িতে চলছে কেঁচো চাষ, তৈরি হচ্ছে কম্পোস্ট সার। সবজি ক্ষেতে এই জৈব সার ব্যবহার করছেন কৃষকরা। কীটনাশকের বদলে সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার বেড়েছে। উৎপাদিত হচ্ছে রাসায়নিকমুক্ত লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, টমেট, লেবু, বেগুনসহ নানা সবজি। বাজারে এই অর্গানিক সবজির চাহিদাও বেশি। 

স্থানীয় কৃষিবিভাগই জঙ্গলদীর এই নিরব বিপ্লবের অগ্রপথিক। প্রাথমিকভাবে ১৫টি কৃষক পরিবারকে কম্পোস্ট সার উৎপাদনের প্রশিক্ষণ দেয় তারা। তাদের সাফল্যে উৎসাহী হয়ে ওঠে পুরো গ্রাম।  

পরিবেশবান্ধব জনস্বাস্থ্যের জন্য উপকারী এমন চাষাবাদ দেশজুড়ে ছড়িয়ে পড়–ক, এমনটাই প্রত্যাশা করছেন কৃষি সংশ্লিষ্টরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি