শেরপুরে পৃথক ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ
প্রকাশিত : ০০:০৯, ২৮ জুলাই ২০১৮
শেরপুরে বিদেশি পিস্তল, পিস্তলের দুই রাউন্ড গুলিসহ একজন, ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে একজন ও চাচীর হাত কেটে ফেলার মামলায় একজনকে আটক করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ গত রাতে অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে পুলিশ জানায়, শুক্রবার রাতে জেলার শ্রীবরদী উপজেলার জুলগাঁও এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি নওজেশ আলী মিয়ার নেতৃত্বে একটি অভিযান চালানো হয়।
ওই অভিযানে একটি বিদেশি ৭.৬২ এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ওই এলাকার আলফাজ দেওয়ানীর ছেলে হযরত আলী ওরফে বাসু মেম্বারকে (৪২) আটক করে পুলিশ।
বাসু এলাকার চিহিৃত চোরাকারবারী ও তার সহোদর ভাইসহ তিন মামলার আসামি।
অন্যদিকে, ফেসবুকে অন্যের নামে ফেক আইডি খুলে ধর্মীয় অবমাননা করার দায়ে শাহ আলম (২৩) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শাহ আলম নরসিংদী জেলার মনহরদি উপজেলার গুদারাঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। শুক্রবার রাতে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ নারায়নগঞ্জের পাগলা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে সদর উপজেলার কুমরী গ্রামের শরিফ মিয়া নামে একজন বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এছাড়াও নালিতাবাড়ী থানায় দায়ের করা চাচীর হাত কেটে ফেলার মামলায় ভাতিজা জাহাঙ্গীরকে (২৮) ঢাকা থেকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ।
এমএইচ/ এসএইচ/
আরও পড়ুন