শেরপুরে বিল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশিত : ০৮:৫৮, ১২ জুলাই ২০১৮
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনের চর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে এই তিন শিশু বিলে নেমে নিখোঁজ হওয়ার ৬ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে ১০ ঘণ্টা পর রাতে ময়মনসিংহ থেকে ডুবুরির দল এসে অপর দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলো- ওই এলাকার শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭),ফকির আলীর ছেলে নূর মোহাম্মদ (৭) ও সোহরাব আলীর ছেলে রিয়াদ মিয়া (৬)।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এসব তথ্য নিশ্চিত করেছে।
ওসি রেজাউল হক জানান, বুধবার ভেলুয়ার কাউনের চর বিলের ধারে তিন শিশু খেলতে যায়। একপর্যায়ে আকস্মিকভাবে তারা বিলের পানিতে নিখোঁজ হয়। সন্ধ্যার পর শিশু নূর মোহাম্মদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। পরে অনেক খোঁজাখুঁজি করেও অপর দুই শিশুর কোনো সন্ধান না পেয়ে শেরপুর দমকল বিভাগে খবর দেওয়া হয়। শেরপুর দমকল বিভাগ ও ময়মনসিংহ থেকে আসা দমকল বিভাগের ডুবুরি দল রাত সাড়ে ১০টার দিকে অপর দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
একে//
আরও পড়ুন