ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

শেরেবাংলায় কুকুরের ভ্যাক্সিনেশন ও বন্ধ্যাকরণ কর্মসূচি

প্রকাশিত : ২০:১৪, ১৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ২০:৪৬, ১৫ এপ্রিল ২০১৯

রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কুকুরের ভ্যাক্সিনেশন ও বন্ধ্যাকরণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিনের অনুমতি নিয়ে এ কার্যক্রমের সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধায়ন করছেন সার্জারী অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের শিক্ষক ডা. মো.আনোয়ারুল হক।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও এএসভিএম অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, সহকারি অধ্যাপক ড. আমিনা খাতুন, ডা. নুসরাত জাহান, ডা. শাহ জুঙ্গী ইবনে করিম ও ডা. দেলোয়ার হোসেন।

কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় রয়েছে অভয়ারণ্য এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে এএসভিএম অনুষদের লেভেল -৪, সেমিস্টার -২ এর শিক্ষার্থীরা।

উপাচার্য ড. কামাল উদ্দিন কার্যক্রম পরিদর্শন করে বলেন,এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণের কার্যক্রমের মাধ্যমে ক্যা¤পাস প্রাঙ্গণে কুকুরের সংখ্যা হ্রাস করা যাবে এবং মানুষ কুকুর ঘটিত রোগ-ব্যাধি হতে সহজেই মুক্তি পাবে। শিক্ষার্থীরাও হাতে-কলমে অস্ত্রোপচার শেখার সুযোগ পেল। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণে উদ্বুদ্ধ করেন তিনি।

ডা. মো.আনোয়ারুল হক বলেন, আগামী বুধবার (১৭ এপ্রিল) পর্যন্ত এ কার্যক্রম চলবে। তবে কুকুরের আধিক্য থাকলে আরও কয়েকদিন আমরা এ কর্মসূচি বাস্তবায়ন করব। বেওয়ারিশ কুকুরের মাধ্যমে জলাতঙ্কসহ বেশ কিছু মারাত্মক রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। আশা করি এ কর্মসূচি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকেই এসব রোগ-ব্যাধি হতে মুক্তি পেতে সহায়তা করবে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি