ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেরেবাংলা নগর বালক বিদ্যালয়ের অ্যালামনাই-এর সভাপতি রসুল, সম্পাদক মাসুদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ১৪ অক্টোবর ২০২২ | আপডেট: ১৮:১৪, ১৪ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ (২০২২-২০২৪)-এর নির্বাচনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ কাজী গোলাম রসুল সভাপতি ও সংগঠক মোহাম্মদ মাসুদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ৫ জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে-মো. শাহ আলম, বাংলাদেশ স্কাউটের প্রাক্তন জাতীয় কমিশনার মো. তৌহিদুল ইসলাম, মো. জাফর ইকবাল, মেজর মোহাম্মদ মাহফুজুর রহমান (অবঃ), অধ্যাপক ডাঃ এহসানুল হক খান।

নির্বাচিত ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে ব্যাংকার মোহাম্মদ আশরাফ উল ইসলাম পান্না, মো. খুরশিদ-উল-আলম সোহেল, প্রকৌশলী মুহাম্মদ শাহ জামান।

সাংগঠনিক সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ মোহাম্মদ সামছুল আলম ভুঁইয়া রাফি, দপ্তর সম্পাদক এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম, সাংস্কৃতিক সম্পাদক নাট্যশিল্পী মতিউর রহমান জসিম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খন্দকার আল ইমদাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আশিকুর রহমান বাপ্পি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরিফ হাসান ইমন।

৩ জন সহ-সাংগঠনিক সম্পাদক যথাক্রমে-মিঠু বড়ুয়া, মো. আবুল কাশেম মামুন ও মো. মাসহুরুল হক।

১৫ কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- মো. আবু দাউদ লিটন, স ম সালামত উল্লাহ লোনো, মুনির উদ্দিন আহমেদ দিপু, মোহাম্মদ ইশতিয়াক হোসেন কোরাইশী, মো. নাফিস খান, ডাঃ মো. আলমগীর কবীর উজ্জ্বল, মো. আব্দুল মান্নান, মঞ্জুর সাজ্জাদ রিয়াদ, মো. আবুল মনসুর রতন, বি. এম. জাহিদুর রহমান, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার, মুহাম্মদ রকিব উল ইসলাম মানিক, মোহাম্মদ আলী রিমন, ফিরোজ আহমেদ।   
    
উল্লেখ্য, মো. নাজিব খান, নাসিম আহমেদ ও ডাঃ মোহাম্মদ আলী-র সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।
কেআই//
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি