ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শেষ ওয়ানডেতে বড় পরিবর্তনের ইঙ্গিত তামিমের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৪, ১৪ জুলাই ২০২২ | আপডেট: ২১:৪৭, ১৪ জুলাই ২০২২

তামিম ইকবাল ও নিকোলাস পুরাণ

তামিম ইকবাল ও নিকোলাস পুরাণ

রঙিন পোশাকে দাপুটে বাংলাদেশ। উইন্ডিজকে নিজ মাটিতে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল টাইগাইরা। গায়ানায় টস হেরে ব্যট করতে নেমে মিরাজ-নাসুমের ঘূর্ণিতে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়রা। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে প্রায় ৩০ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় তামিম ইকবালের দল।

দেশ হোক কিংবা দেশের বাইরে- ওয়ানডে ফরম্যাটে অপ্রতিরোধ্য লাল-সবুজের বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টি’তে অসহায় আত্মসমর্পণের পর, একদিনের ক্রিকেটে টাইগাররা পাল্টে দিল সব হিসেব-নিকেশ। ক্যারিবীয়দের বিন্দুমাত্র সুযোগ না দিয়ে ৩১তম সিরিজ জয় উদযাপন করলো সাকিব-মুশফিক বিহীন বাংলাদেশ। 

উইন্ডিজের বিপক্ষে টানা দশম ওয়ানডে জয়ে অনন্য আরেক রেকর্ডের খাতায় নাম লেখাল বাংলাদেশ। যেকোনো দলের বিপক্ষে বেশি ওভার হাতে রেখে এটিই সবচেয়ে বড় জয় টাইগারদের।

এদিকে, সিরিজ জিতে শেষ ওয়ানডেতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তার ওপর আবার এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নেয়া। তাই শনিবার সিরিজের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে চায় বাংলাদেশ দল। বুধবারের ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন টাইগার অধিনায়ক।

তামিম বলেছেন, ‘আমার মনে হয় এখন আমাদের সময় এসেছে বেঞ্চের শক্তি দেখার। যখন সুপার লিগের পয়েন্টের খেলা হয়, তখন সুযোগ থাকে না এমনটা করার। এখন এ রকম একটা সিরিজে আপনি ২-০ তে জিতে গেলে, যারা খেলেনি বা দীর্ঘদিন ধরে আমরা যাদের নিয়ে ঘুরছি, তাদেরকে সুযোগ দেয়া উচিত।’

বেঞ্চের শক্তি পরখ করতে নিজের জায়গা ছাড়তেও আপত্তি নেই তামিমের, ‘এজন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয় তবু ঠিক আছে। এই জায়গায় যদি আমরা বেঞ্চের শক্তিগুলো না দেখি তাহলে দেখবো কখন? মূল একাদশের একজন যদি চোট পায়, তখন বেঞ্চ থেকে হঠাৎ করে এসে ভালো খেলা কষ্টকর। পরবর্তী ম্যাচে হয়তো এমন দেখতে পাবেন যে, অনেকেই যারা খেলেনি, তারা হয়তোবা খেলবে।’

গুরুত্ব বুঝিয়ে তামিম বলেন, ‘বেঞ্চের শক্তি অবশ্যই পর্যবেক্ষণ করা উচিত। এটি আমরা খুব কম করি। আমরা সব ম্যাচই জিততে চাই। তবু মাঝেমধ্যে এটি করা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। একটা গুরুত্বপূর্ণ সিরিজে হঠাৎ দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট পেলে, সেই জায়গায় যারা খেলবে তার জন্য কঠিন হয়ে যেতে পারে।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি