ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

শেষ বলে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ১ নভেম্বর ২০১৮

শেষ বলে ছক্কা মারলে ম্যাচ টাই হত৷ রস টেলর শাহীন আফ্রিদির বল বাউন্ডারি পাঠালেও জয় থেকে তিন রান দূরে দাঁড়িয়ে যেতে হয় নিউজিল্যান্ডকে৷ দীর্ঘ ২১১ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কেন উইলিয়ামসনদের ২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হার মানতে হয় পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে৷

বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে তোলে ১৪৮ রান। অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন মহম্মদ হাফিজ৷ ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কলিন মানরোর সৌজন্যে নিউ জিল্যান্ড শুরুটা দুর্দান্ত হলেও ১৪৬ রানে থেমে যায় যায় তাদের ইনিংস।

পাক ইনিংসের শুরুটা মনে রাখার মতো হয়নি৷ দলগত ১০ রানের মধ্যে দুই ওপেনার বাবর আজম (৭) ও সাহিবজাদা ফারহান (১) আউট হয়ে বসেন৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে আসিফ আলি ২১ বলে ২৪ রান করে আউট হন৷

মহম্মদ হাফিজ ৩৬ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করে সাজঘরে ফেরেন৷ তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন৷ দলনায়ক সরফরাজ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৪ রানের যোগদান রাখেন৷ সদ্য বাবা হওয়া শোয়েব মালিক ব্যক্তিগত ৮ রানে রানআউট হয়ে বসেন৷ ফহীম আশরাফ ৮ বলে ১০ ও ইমদ ওয়াসিম ৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন৷

পাক ইনিংসের শুরুটা মনে রাখার মতো হয়নি৷ দলগত ১০ রানের মধ্যে দুই ওপেনার বাবর আজম (৭) ও সাহিবজাদা ফারহান (১) আউট হয়ে বসেন৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে আসিফ আলি ২১ বলে ২৪ রান করে আউট হন৷

মহম্মদ হাফিজ ৩৬ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করে সাজঘরে ফেরেন৷ তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন৷ দলনায়ক সরফরাজ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৪ রানের যোগদান রাখেন৷ সদ্য বাবা হওয়া শোয়েব মালিক ব্যক্তিগত ৮ রানে রানআউট হয়ে বসেন৷ ফহীম আশরাফ ৮ বলে ১০ ও ইমদ ওয়াসিম ৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন৷

জবাবে নিউজিল্যান্ড ওপেনিং জুটিতে ৫০ রান যোগ করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানরা দৃঢ়তা দেখাতে না পারায় রান তোলার গতি স্লথ হয়ে পড়ে৷ ওপেনার কলিন মুনরো ৪২ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেললেও অপর ওপেনার ফিলিপস মাত্র ১২ রানের যোগদান রাখেন৷

ক্যাপ্টেন উইলিয়ামসনের সংগ্রহ ১১ রান৷ কলিন ডি’গ্র্যান্ডহোম ৬ রান করে ক্রিজ ছাড়েন৷ অ্যান্ডারসন ৯ রানের বেশি টেনে নিয়ে যেতে পারেননি নিজের ইনিংসকে৷ রস টেলর অপরাজিত থাকেন ৪২ রান করে৷ শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৭ রান৷ কিউয়িরা ১৪ রানের বেশি তুলতে পারেনি৷ ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ হাফিজ৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি