ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শেষ ম্যাচে কিছু একটা করতে চায় বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১৪ জুন ২০২২

এশিয়ান কাপ ফুটবল গ্রুপ পর্বে মঙ্গলবার শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং মালয়েশিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলাটি শুরু হবে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত জলিল স্টেডিয়ামে হবে এ খেলা।

বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা মনে করেন, প্রায় ৭০ হাজার দর্শক এ ম্যাচ উপভোগ করবে। তাই তার কাছে মালয়েশিয়ার বিপক্ষে লড়াই করাটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে রাখঢাক না করে হ্যাভিয়ের বলেন, “স্বাগতিক (মালয়েশিয়া) দলের বিপক্ষে ম্যাচ, কঠিন একটা চ্যালেঞ্জ। আমাদের জন্য ৭০ হাজার দর্শকের সামনে খেলতে পারাটা শুধু অতিরিক্ত অনুপ্রেরণাই নয়, অনেক ফুটবলারের জন্য এটা স্বপ্নের মতো। এত দর্শকের সামনে, এমন একটা পরিবেশ, এমন একটা দলের বিপক্ষে খেলা যারা বড় কিছুর প্রত্যাশায় লড়ছে। আমাদের জন্য এটাই সঠিক সময়, দেখাতে হবে আমরা যে কারো বিপক্ষে লড়তে পারি। ইন্দোনেশিয়াসহ শেষ তিন ম্যাচে আমরা যে পারফরম্যান্স করেছি সেটা ধরে রাখতে হবে।”

কোচ আরও বলেন, “আমাদের ওপর কোনো চাপ নেই। সব চাপ মালয়েশিয়ার ওপর। তারা তাদের ঘরের মাঠে খেলবে, র‍্যাংকিংয়েও এগিয়ে, এশিয়ান কাপে খেলার সুযোগ তাদের সামনে। আবারও বলছি আমাদের সামনে দারুণ সুযোগ নিজেদের তুলে ধরার, এটাই সঠিক সময় দেখানোর যে, আমরাও লড়তে পারি। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে লড়তে চাই। তবে একটা জিনিস বলতে চাই আমাদের সত্যি ভালো একটা ফল প্রাপ্য। আমাদের সমর্থকদের ভালো একটা ফল উপহার দিতে চাই। ভালো একটা ফল নিয়ে দেশে ফিরতে চাই, দেশকে কিছু একটা উপহার দিতে চাই। আমরা আমাদের সুযোগের ওপর ভরসা রাখতে চাই। আজ আমরা আমাদের সেরাটাই উপহার দেব।”

এদিকে মালয়েশিয়ার সব হিসাব নির্ভর করছে এ দিনের প্রথম ম্যাচের উপর। বাহারাইন যদি তুর্কমিনিস্তানকে হারায় তাহলে মালয়েশিয়াকে রানার্সআপ হওয়ার চেষ্টা করতে হবে বাংলাদেশকে হারিয়ে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি