শেষ ষোলোর পথে যে দলগুলো
প্রকাশিত : ১৭:৩৩, ২৪ জুন ২০১৮ | আপডেট: ১৮:০৬, ২৪ জুন ২০১৮
আগামী ১৫ জুলাই নির্ধারিত হবে রাশিয়া বিশ্বকাপের মুকুট কোন দল পড়বেন। এ জন্য অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের ওই দিনের খেলার জন্য। আর যে দুটি দল ফাইনাল খেলবে তাদের অনেক পরীক্ষা দিয়েই সেই আসনে আসতে হবে। ফাইনালে যাওয়ার জন্য গ্রুপ পর্ব থেকে পেরিয়ে যেতে হবে শেষ ষোলোতে। আর শেষ ষোলোর দৌড়ে কোন দলগুলো এগিয়ে তা তুলে ধরা হলো-
গ্রুপ-এ’
এই থেকে যেসব দল যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে।
‘এ’ গ্রুপের শেষ ষোলোতে যাওয়ার জন্য রাশিয়া এবং উরুগুয়ে নিশ্চিত করেছে। এই দুটি দল এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে দুটিতে করেই জয় নিয়ে ৬ পয়েন্ট করে অর্জন করেছে। আর মিশর ও সৌদি আরব দুটি করে ম্যাচ খেলে দুটিতে করেই হেরেছে। ফলে তাদের পয়েন্ট শূন্য করে। তাই বলা যায় এই ‘এ’ গ্রুপ থেকে তাদের শেষ ষোলোতে যাওয়ার আর কোনো সুয়োগ নেই।
গ্রুপ ‘বি’
এই গ্রুপের চারটি দলের স্পেন ও পর্তুগাল দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় এবং একটি করে ড্র করে ৪ পয়েন্ট করে অর্জন করেছে। তাই এ দুটি দল শেষ ষোলোর দৌড়ে এগিয়ে রয়েছে। আর এই গ্রুপের ইরান দুটি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে হেরে ৩ পয়েন্ট অর্জন করেছে। ফলে এই দলটিরও আশা রয়েছে এখনও। আর মরক্কো দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। তাই এই দলটির আশা শেষ। তাদের বিদায় ঘণ্টা বেজেছে।
গ্রুপ- ‘সি’
এই গ্রুপের মধ্যে ফ্রান্স দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে। দলটির পয়েন্ট ৬। আর ডেনমার্ক দুটি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলের পথে এগিয়ে। আর বাকি দুটি দল অস্ট্রেলিয়া দুই ম্যাচ খেলে একটি হেরেছে এবং একটিতে ড্র করে এক পয়েন্ট নিয়ে রয়েছে। তাই বলা যায় এই দলটিরও আশা শেষের পথে। আর এই গ্রুপের দল পেরু দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। ফলে তাদের আর শেষ ষোলোতে যাওয়ার আর কোনো আশা নেই।
গ্রুপ-‘ডি’
এই গ্রুপের দলগুলো রয়েছে বেশ কঠিন সমীকরণে। এই দলের ক্রোয়েশিয়া দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে। তাদের পয়েন্ট ৬। ফলে তাদের শেষ ষোলো নিশ্চিত। আর নাইজেরিয়া দুটি ম্যাচ খেলে একটি জয় এবং একটি হেরেছে। তাদের পয়েন্ট ৩। আর আইসল্যান্ড ও আর্জেন্টিনা দুটি করে ম্যাচ খেলে একটিতে করে হার এবং একটিতে করে ড্র করেছে। এতে তাদের পয়েন্ট এক এক করে। ফলে নাইজেরিয়া, আইসল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে যেকোনো একটি দল শেষ ষোলোতে যেতে পারে।
গ্রুপ-‘ই’
এই গ্রুপের ব্রাজিল ও সুইজারল্যান্ড দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় এবং একটি করে ড্র করে ৪ পয়েন্ট অর্জন করেছে। আর সার্বিয়া দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে এবং একটিতে হেরে পয়েন্ট পেয়েছে ৩। তাই এই তিনটি দলেরই শেষ ষোলোতে যাওয়ার সুয়োগ রয়েছে। আর কোস্টারিকা দুটি ম্যাচেই হেরে পেয়েছে শূন্য পয়েন্ট। ফলে দলটির শেষ ষোলোতে যাওয়ার সুয়োগ আর নেই।
গ্রুপ-‘এফ’
এই দলের মেক্সিকো দুটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে। ফলে চার পয়েন্ট নিয়ে দলটি শেষ ষোলো নিশ্চিত করেছে। আর জার্মানি এবং সুইডেন দুটি ম্যাচের একটি করে জয় এবং একটিতে করে হেরে তিন পয়েন্ট পেয়েছে। ফলে দল দুটির মধ্যে যেকোনো একটি শেষ ষোলোতে যেতে পারে। আর দক্ষিণ কোরিয়া দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরে পয়েন্ট শূন্য। ফলে তাদের আশা শেষ।
গ্রুপ-‘জি’
এই গ্রুপের বেলজিয়াম দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে। ফলে ৬ পয়েন্ট নিয়ে দলটি শেষ ষোলো নিশ্চিত করেছে। আর ইংল্যান্ড একটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে পেয়েছে এবং তাদের পয়েন্ট ৩। আর আর পানামা একটি ম্যাচ খেলে একটিতে হেরেছে। তাই বলা যায় এই দুটি দলের যেকোনো একটি দলের শেষ ষোলোতে যাওয়ার সুয়োগ রয়েছে। আর তিউনিসিয়া দুই ম্যাচেই হেরেছে। ফলে তাদের পয়েন্ট শূন্য। ফলে তাদের শেষ ষোলোর আশা শেষ।
গ্রুপ-‘এইচ’
এই গ্রুপের জাপানা এবং সেনেগাল একটি করে ম্যাচ খেলে একটিতে করে জয় পেয়ে ৩ পয়েন্ট করে অর্জন করেছে। আর পোলান্ড ও কলম্বিয়া একটি করে ম্যাচ খেলে একটি করে ম্যাচেই হেরেছে। ফলে তাদের পয়েন্ট শূন্য। তাই এই গ্রুপ থেকে যেকোনো দুটি দলের শেষ ষোলোতে যাওয়ার সুয়োগ রয়েছে।
দেখার অপেক্ষা কোন দল হাসে শেষ হাসি।
এসএইচ/