ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

শেষ ষোলো নিশ্চিত ওস্তাপেনকোর

প্রকাশিত : ১৫:৫১, ২৬ জুন ২০১৯

ইস্টবোর্ন ইন্টারন্যাশনাল টেনিসের শেষ ষোলো নিশ্চিত করেছেন জেলেনা ওস্তাপেনকো। সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্লোনে স্টিফেনকে হারিয়েছেন ওস্তাপেনকো।

প্রথম সেটে হেরে গেলেও পরবর্তী রাউন্ডে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়ায় ওস্তাপেনকো। প্রথম সেটে ৬-১ গেমে জয় নিয়ে লিড নেয় স্টিফেন।

দ্বিতীয় সেটে আর সেই জয়ের ধারাবাহিকতা ধরে খাতে পারেননি তিনি। দ্বিতীয় সেটে হেরে যান ৬-০ গেমে। খেলা গড়ায় তৃতীয় সেটে।

আর শেষ সেটের লড়াইয়ে ৬-৩ গেমের জয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন লাতভিয়ার জেলেনা ওস্তাপেনকো।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি