ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শোয়েব মালিকের হাফ সেঞ্চুরিতে এগিয়ে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ২৩ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। সুপার ফোরের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরির সুবাদে পাকিস্তানকে জয় এনে দেন পাক এই ব্যাটসম্যান। আজকের ম্যাচেও প্রাথমিক বিপর্যয় সামলানোর চেষ্টা করছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই ফিরে যান ওপেনিং ব্যাটসম্যান ইমামুল হক। দলীয় ২৪ রানে ইমামুলের বিদায়ের পর হাল ধরেন ফখর জামান। তবে তিনিও বেশিদূর এগোতে পারেনি। তার সংগ্রহ ৩১ রান। এর আগে বাবর আজম ব্যক্তিগত ৯ রানে আউট হলে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

তবে প্রাথমিক সে বিপর্যয় সামলে দলকে এগিয়ে নিচ্ছেন শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ। শোয়েব মালিক ব্যক্তিগত ৬০ রান ও সরফরাজ আহমেদ ব্যক্তিগত ৩৯ রানে অপরাজিত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৫৯ রান। হাতে আছে ৭ উইকেট এবং ৭২ বল।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি