ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

শেয়ার কেলেঙ্কারির মামলায় রউফ চৌধুরী ও এইচ চৌধুরী বেকসুর খালাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ২৩ এপ্রিল ২০১৭

১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা প্রিমিয়াম সিকিউরিটিজ মামলায় ব্যবসায়ী এম এ রউফ চৌধুরী ও সাঈদ এইচ চৌধুরীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। অভিযোগ থেকে প্রিমিয়াম সিকিউরিটিজকেও অব্যাহতি দেয়া হয়েছে।
বিকেলে শেয়ারবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ রায় দেন। এ’সময় প্রিমিয়াম সিকিউরিটিজের তৎকালীন চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী ও প্রতিষ্ঠানটির পরিচালক চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। মামলায় আসামীদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে শেয়ার লেনদেন করে নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি, অপকার ও অনিষ্টের অভিযোগ আনা হয়েছিল। এদিকে, মামলার অপর দুই আসামী মশিউর রহমান ও আনু জায়গীরদারের বিচারিক কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি