ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

শৈলকুপায় পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রকাশিত : ১৫:৪৮, ১২ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৬:০৫, ১২ এপ্রিল ২০১৯

ঝিনাইদহের শৈলকুপায় ইউএনও কাপ পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

এ সময় উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খেলায় উপজেলার ৮ টি পেশাজীবী দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলার প্রথম ধাপে মাধ্যমিক শিক্ষক একাদশ বনাম শৈলকুপা থানা একাদশ অংশগ্রহণ করে। দ্বিতীয় ধাপে প্রাথমিক শিক্ষক একাদশ বনাম উপজেলা পরিষদ একাদশ অংশগ্রহণ করে। নকআউট ভিত্তিতে এ খেলা আগামী মাসের প্রথম সপ্তাহে শেষ হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি