শোক দিবসে জেদ্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত : ০৯:২২, ১৬ আগস্ট ২০২২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় আল রাকি পলি ক্লিনিক জেদ্দা কিলো-৪’র উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখা শিক্ষক-শিক্ষীকা, ছাত্রছাত্রীসহ অভিভাবকদের বিনামূল্যে ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা এবং সাধারণ স্বাস্থ্য-সম্পর্কিত চিকিৎসা পরামর্শ, বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করেন রিয়াদ কিং সুলতান সৌদি ন্যাশনাল গার্ড হাসপাতালের সাবেক বিশেষজ্ঞ চিকিৎসক, কার্ডিওলজিস্ট ও ইন্টারন্যাল মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হক, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শ্রম কাজী ইমদাদুল ইসলাম, ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, আল রাকি পলি ক্লিনিকের ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন, মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ফিরোজ।
পরিদর্শন শেষে জেদ্দায় বাংলাদেশীদের স্বাস্থ্য সেবা দিতে আল রাকি পলি ক্লিনিকের এ উদ্যোগকে সাধুবাদ জানান কনসাল জেনারেল নাজমুল হক।
এএইচ
আরও পড়ুন