ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শোয়েব মালিককে নিয়ে যা বললেন সানিয়া মির্জা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ২২ জুলাই ২০১৮

ভারতের সর্বকালের সেরা নারী টেনিস তারকা সানিয়া মির্জা। চুটিয়ে প্রেম করে ঘর বেধেছেন পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে। বর্তমানে তিনি অন্ত:সত্ত্বা। টেনিস থেকে ‘মেটারনিটি লিভ’চলছে তাঁর এখন।

প্রত্যাশা মতো সন্তান পেটে আসায় খুশি সানিয়া। স্বামী শোয়েব মালিক এই সময়ে তাকে পূর্ণ সাপোর্ট দেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেন নি এ সুদর্শনী। জনপ্রিয় বিদেশি দৈনিকে শনিবার এক সাক্ষাৎকারে ভারতের সর্বকালের সেরা নারী টেনিস তারকা বলেছেন, চা আর ডিমসেদ্ধ ছাড়া তিনি কিছুই করতে পারেন না। স্বামী শোয়েব তাকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে।

সাক্ষাৎকারে সানিয়া বলেন-

আমি বহু মেয়ে বা মায়ের মতো রান্নাবান্না করতে জানি না। একমাত্র চা আর ডিমসেদ্ধ ছাড়া কোনো খাবার বানাতে জানি না। কিন্তু আমারও সংসার করার, মা হওয়ার ইচ্ছে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই ছিল। আজ সেটা বাস্তব। এটাই আমার জয়। (আমার স্বামী) শোয়েব (মালিক) এ ব্যাপারে আমাকে সব রকম সাহায্য করেছে। ও নিজে আন্তর্জাতিক ক্রিকেটার। নিজে পেশাদার প্লেয়ার বলে আমার ব্যাপারটা আরও ভাল বোঝে। আমরা দুজনই যখন চেয়েছি, ঠিক তখনই আমাদের সন্তান পৃথিবীর প্রথম আলো দেখতে চলেছে। এ জন্য আমি গর্বিত।

সূত্র : ওয়ান ইন্ডিয়া।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি