ঢাকা, মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫

শ্যামপুরে প্লাস্টিক কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ০৯:০০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর শ্যামপুরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। তবে নির্বাপণ কাজ এখনও চলমান রয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার কিছু পরে আগুনের খবর পান তারা। নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ৭টি ইউনিট। ২ ঘন্টার কিছু বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে আগুন নেভাতে পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার স্টেশনের ফায়ার ফাইটাররা যোগ দেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকাল ৫টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে একে একে আরও ৬ ইউনিট পৌঁছায়। সর্বশেষ সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্যামপুরের ১১নং লাল মসজিদ রোডের এই কারখানায় প্লাস্টিক ও রাবার ছিল। সেখানে পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং করা হতো বলে জানা গেছে। 

আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি