ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে ভক্তরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীদেবীর মরদেহ নিয়ে আসা হয়েছে লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। ভক্তদের জন্য সকাল সাড়ে ৯টায় খুলে দেওয়া হয়েছে ক্লাবের দরজা। প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।

‘লমহে’ সিনেমার শুটিং-এর সময় শ্রীদেবী ইচ্ছা প্রকাশ করেছিলেন তাঁর মৃত্যুর পর যেন সব কিছুই সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়। নায়িকার শেষ ইচ্ছা অনুযায়ী তাই আজ সব কিছুই সাজানো হয়েছে তাঁর প্রিয় রং সাদা দিয়ে। সাদা ফুল দিয়ে সাজানোর পাশাপাশি শ্রীদেবী-র বাংলো ‘ভাগ্য’ও ঢেকে দেওয়া হয়েছে সাদা কাপড়ে। অন্ত্যেষ্টিতেও সকলকে অনুরোধ করা হয়েছে সাদা পোশাকে আসতে।

এ দিন সকালে সবা আগে স্পোর্টস ক্লাবে পৌঁছান প্রযোজক-পরিচালক কর্ণ জোহর। এসে পৌঁছেছেন শ্রীদেবীর দেওর সঞ্জয় কপূরও। ক্রমশই ভিড় জমছে স্পোর্টস ক্লাবের বাইরে। স্বপ্নের নায়িকাকে বিদায় জানাতে আজ অফিস ছুটি নিয়ে চলে এসেছেন অগণিত ভক্ত। এমনকি রাত ১২টা থেকেও অধীর অপেক্ষায় কেউ কেউ লাইন দিয়েছেন স্পোর্টস ক্লাবের সামনে।

এখানেই দুপুর ২টা পর্যন্ত রাখা হবে শ্রীদেবী-র মরদেহ। এর পর মরদেহ নিয়ে যাওয়া হবে ভিলে পার্ল শ্মশানের উদ্দেশে। সেখানে সাড়ে ৩টায় শেষকৃত্য হওয়ার কথা।

আরও উপস্থিত হয়েছেন, আদিত্য, আরবাজ খান, ফারহা খান, সোনম কাপূর-সহ বলিউডের একাধিক শিল্পী ও কলাকুশলীরা।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি