ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবীর মৃত্যুতে দাউদ ইব্রাহিমের হাত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা রহস্য। তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে না অস্বাভাবিক তা নিয়ে চলছে নানা জল্পনা। এবার সেই সন্দেহের পারদ আরও চড়িয়ে দিলেন ভারতের রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। 

বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্য, ‘শ্রীদেবী কেবল খুনই হননি, এর পেছনে দাউদ ইব্রাহিমের যোগসাজশ আছে।’

সাংসদ বলেন, প্রসিকিউশন কি বলে, এখন সেটাই দেখার বিষয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলোর কোনো ধারাবাহিকতা নেই। শ্রীদেবী কখনও মদ ছুঁয়ে দেখেননি। তাহলে তার শরীরে কীভাবে অ্যালকোহল মিলল? তখন সিসিটিভি’র কী হয়েছিল? মিডিয়ার আগেই পৌঁছে গেলেন ডাক্তাররা, আর বলে দিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে!

প্রসঙ্গত, শ্রীদেবীর রক্তে অ্যালকোহল পাওয়া গেছে এমনটাই জানালো ময়নাতদন্তের রিপোর্ট। তিনি দুর্ঘটনাবশত ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে দুবাই পুলিশ। সব কাজ সারার পর দুবাই পাবলিক প্রসিকিউশন ছাড়পত্র দিলে তবেই তারকার মরদেহ ভারতে আনা যাবে।

শ্রীদেবীর মৃত্যু নিয়ে মন্তব্য করছিলেন এই নেতা। এক পর্যায়ে দাউদ ইব্রাহিমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দাউদ ইব্রাহিমের সঙ্গে সিনেমার অভিনেত্রীদের অবৈধ সম্পর্কের দিকটিতেও আমাদের আলোকপাত করতে হবে।

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি