শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
প্রকাশিত : ১৯:৩৬, ১৫ অক্টোবর ২০২৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু শিবির।
রোববার সকালে শ্রীমঙ্গল নিন্মাই শিব বাড়িতে দিনব্যাপী এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমতি ও হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন নিম্মাই শিব বাড়ির সেবায়েত অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা: সত্যকাম চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ও বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: আব্দুল বাতেনসহ অনান্য চিকিৎসকবৃন্দ।
দিনব্যাপী এই চক্ষু শিবিরে প্রায় সহস্রাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। একই সাথে বিনামূল্যে চোখ অপারেশন করার জন্য প্রায় দুইশত রোগীকে বাছাই করা হয়।
এই চক্ষু শিবিরে চিকিৎসা সহায়তা দেয় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ক্যাম্পের আয়োজন করেন ডা: সত্যকাম চক্রবর্তী।
এএইচ
আরও পড়ুন