ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে শতবর্ষী মানুষদের ফুলেল শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১ অক্টোবর ২০২৪

আজ বিশ্ব প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় শতবর্ষী মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎকার করেছেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 

এ সময় শতবর্ষী মানুষদের ফুলেল শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। একই সাথে তাদেরকে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে নগদ ৩ হাজার করে টাকা, হরলিক্স ও ফলমূল উপহার দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সীমান্তবর্তী হরিণছড়া, মেকানী ছড়া, বড় বিদ্যাবিল, ছোট বিদ্যাবিলসহ বিভিন্ন এলাকায় শতবর্ষী ১০ জন প্রবীণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের শাররীক অবস্থার খোঁজ খবর নেন এবং নগদ অর্থসহ উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউছুপ, শ্রীমঙ্গল রোটারী ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান রিপন, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

এর আগে সকালে মৌলভীবাজার জেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে জেলার প্রবীণদের নিয়ে আয়োজন করা হয় মতবিনিময় সভার। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি