ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারাল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৩:৫৮, ৭ আগস্ট ২০১৭

কলম্বো টেস্টে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা দারুণ প্রতিরোধ গড়ে তুললেও লজ্জাজনক হার এড়াতে পারেনি। রোববার টেস্টের চতুর্থ দিন ইনিংস ও ৫৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। আর এ জয়েরে ফলেই এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচ সিরিজ জিতে নিয়েছে ইন্ডিয়া।

ইন্ডিয়া কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬২২ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে। ৬২২ রানের জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানে গুটিয়ে গিয়ে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। বড় ব্যবধানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ৩৮৬ রানে অলআউট হয়ে লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা। এর মাধ্যমে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ইনিংস ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া।

রোববার টেস্টের চতুর্থ দিনে ২ উইকেট ২০৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার বোলিংয়ের কাছে ইনিংস পরাজয় এড়াতে ব্যর্থ হন শ্রীলঙ্কানরা। তবে শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করেন দুই সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নে ১৪১ এবং কুশল ১১০। এছাড়া নিরোশান দিকভেলার ব্যাট থেকে আসে ৩১ রান।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে জাদেজা সর্বোচ্চ ৫টি উইকেট নেন। দুটি করে উইকেট নেন পান্ডিয়া ও রবিচন্দ্রন অশ্বিন আর উমেশ যাদব পান একটি উইকেট।

প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার বোলিং তোপে পড়ে ২০০ রানের আগেই গুটিয়ে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে নিরোশান দিকভেলা ৫১, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২৬, কুশল মেন্ডিস ২৪ ও কুশল পেরেরা করেন ২৫ রান।

এর আগে চেতেশ্বর পূজারা এবং আজিঙ্কা রাহানের সেঞ্চুরি এবং অশ্বিন, জাদেজা এবং হৃদ্ধিমান সাহার হাফসেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে ভারত। পূজারা ১৩৩ এবং রাহানে করেন ১৩২ রান। এছাড়া জাদেজা ৭০, হৃদ্ধিমান ৬৭ এবং অশ্বিন করেন ৫৪ রান।

প্রসঙ্গত, আগামী ১২ আগস্ট পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজের পর পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি